ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২২ইং) মেয়াদে কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। হালুয়াঘাট প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং -এর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ৮ জন সম্পাদক মন্ডলী ও ৩ জনকে সম্মানীত সদস্য করা হয়। প্রেসক্লাব গঠনতন্ত্র অনুসারে উলেখিত কমিটি আগামী ২ (দুই) বছর দ্বায়িত্ব পালন করবেন।
স্বাক্ষরিত কার্যনিবাহী কমিটির সভাপতি পদে মোহাম্মদ শাহ্ আলম এবং সাধারণ সম্পাদক পদে জোটন চন্দ্র ঘোষ এর নাম উলেখ করা হয়।
সেইসাথে কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন সহ-সভাপতি সাইফ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ সরকার শুভ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম.এ খালেক, সম্মানীত সদস্য এম.এ হামিদ, দুলাল রায় ও এম.এ মালেক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চয়ন কুমার সরকার, অফিসার ইনচার্জ (ওসি), মো. মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন, আবু নাসের সরকারৎসহ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল