১৫ জানুয়ারি, ২০২১ ১৬:৫৬

সরাইলে শীতার্তদের পাশে ‘৯৯’ ব্যাচের শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে শীতার্তদের পাশে ‘৯৯’ ব্যাচের শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শীতার্ত মানুষদের পাশে উপহার হিসেবে কম্বল নিয়ে দাঁড়িয়েছেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘৯৯’ ব্যাচের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন তারা।

আয়োজকদের একজন জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সাংসদ ও প্রেস ক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, আওয়ামী লীগ নেতা শহীদ বুদ্ধিজীবীর সন্তান অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন।

আরও বক্তব্য রাখেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, কমিউনিস্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায় ও প্রেস ক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা দুলাল, ৯৯ ব্যাচের শিক্ষার্থী মো. রাকিব মিয়া মৃধা, মাহবুব এলাহি প্রদ্যুৎ ও মো. মাসুম প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর