গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধর্ষণকারীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয়রা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে এলাকাবাসী ধর্ষক আব্দুস সাত্তার ও তার দুই বন্ধুর বিচার দাবি করেন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাতে কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকায় লেবু বাগানের ভেতরে আব্দুস সাত্তার তার ও তার দুই বন্ধু এক তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।
এদিকে, কালিয়াকৈর থানার এসআই রাজিব সিকদার জানান, ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর