বরগুনায় মালবাহী ট্রলির ধাক্কায় শানু মোল্লা (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বরগুনা থানা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়দুল জানিয়েছেন, শনিবার বেলা ১১টার দিকে শানু মোল্লা খালি রিকশা নিয়ে বরগুনা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ রিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর