চাঁদপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা গণফোরাম। রবিবার বিকেলে শহরের জেএম সেনগুপ্ত সড়কস্থ দলীয় কার্যালয়ে অসহায়দের মাঝে সংগঠনটি কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গণফোরাম কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা গণফোরাম সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সেলিম আকবর।
এসময় উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের, যুব-গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবুসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/আবু জাফর