বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে চাচার মারপিটে ভাতিজা মোহাতাব (১৬) নিহত হয়েছে। এঘটনায় ৭ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন মোহাতাবের বাবা জিয়াউর রহমান। সোমবার দিবাগত রাতে মামলার প্রধান আসামি নিহতের চাচা সাইফুল ফকিরকে (৫৫) পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ৮ জানুয়ারি বিকেলে উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে চাচা সাইফুলের হাতে মারপিটের শিকার হয় ভাতিজা মোহাতাব (১৬)। আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৮ জানুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাতাব স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এঘটনায় থানায় মামলা হয়েছে, মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে, অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন