পরিবেশ উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সংক্রান্ত বিষয়ে নেত্রকোনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই ষাণ্মাসিক মতবিনিময় সভার আয়োজন করে।
আইইডির ব্যবস্থাপনায় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিষয় ভিত্তিক আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগ ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম এবং সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস।
পরে যুব ফোরাম সদস্যদের আইসিটি প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর