২০ জানুয়ারি, ২০২১ ১৫:৩৫

বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ লাইন্স মাঠে খেলায় পুলিশ লাইন্সের হলুদ এবং লাল দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে হলুদ দল জয় লাভ করে। খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বিজয়ী দলের কন্সটেবল মো. ইমরান। 

২০২০ সালের পুলিশ সুপার কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট গত ১৩ ডিসেম্বর শুরু হয়। এতে জেলার ১২টি থানা, ডিবি, ডিএসবি এবং পুলিশ লাইন্সের দুটিসহ মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), রফিকুল ইসলাম (ইন সার্ভিস ট্রেনিং) ফয়সাল মাহমুদ (সদর সার্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র), জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা,  সদর থানার ওসি হুমায়ুন কবীর, ডিবি ওসি আব্দুর রাজ্জাক। খেলা পরিচালনা করেন বগুড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মান্নান। পুরো খেলা সঞ্চালনা করেন সদর থানার এস আই সোহেল রানা।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর