ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমানে হস্তক্ষেপে অস্ত্রসহ বাবু (৩৫) নামের এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. নয়ন মিয়া।
বুধবার ধামরাইয়ের সুয়াপুর এলাকার নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের নির্দেশে তাকে আটক করে গ্রাম পুলিশ। পরে দুপুরে তাকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক বাবু ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের মৃত সামছুল আলমের ছেলে। তিনি কখনো মাটির ব্যবসা, কখনো গাড়ির চালক হিসাবে কাজ করতেন। এছাড়া তিনি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব জানান, পিস্তুলগসহ আটক বাবু সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। তার নামে ধামরাই থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অপরেশন ওসি নয়ন।
বিডি প্রতিদিন/আল আমীন