টাঙ্গাইলের সখীপুরে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শরাফত আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার ও শাহ আলম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের গড়বাড়ি মৌজায় অবৈধভাবে ভ্যাকু দিয়ে মাটি কাটছিল তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শরাফত আলীকে ও শাহ আলম মিয়াকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই