শিরোনাম
২২ জানুয়ারি, ২০২১ ০৩:২৯

৮০টি হাঙ্গর মাছসহ আটক ৮

বরগুনা প্রতিনিধিঃ

৮০টি হাঙ্গর মাছসহ আটক ৮

বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্ট ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার বিকালে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৮০টি হাঙ্গর মাছসহ ৮ জন হাঙ্গর শিকারিকে আটক করেছে। 

কোস্টগার্ড সূত্র থেকে জানা গেছে, বিশ্বস্তসূত্রে তারা জানতে পারেন বিষখালী নদীতে নিশানবাড়ীয়া এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকায় হাঙ্গর মাছসহ কয়েকজন শিকারি অবস্থান করছেন। এ সময় তারা অভিযান চালিয়ে ইঞ্জিন নৌকাসহ ৮ শিকারি ও ৮০টি হাঙ্গর মাছ উদ্ধার করে। পরে আটককৃত শিকারী ও হাঙ্গর মাছসহ ইঞ্জিন নৌকা পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে আটককৃত শিকারীদের ৫ হাজার টাকা জরিমানাসহ উদ্ধারকৃত হাঙ্গর মাছ মাটিতে পুতে ফেলার জন্য বনবিভাগকে নির্দেশ দেন। 

ইতোপূর্বে মঙ্গলবার কোস্টগার্ড বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩৮০টি হাঙ্গরসহ ১৩ জন শিকারিকে আটক করে।

এছাড়া বৃহস্পতিবার বিকালে পৃথক এক অভিযানে ঘুটাবাছা গ্রাম থেকে ২,২৫৬ পিস ইয়াবাসহ রফিকুল (২৮) নামের একজন মাদক বিক্রেতাকে আটক করে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর