গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সার ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত রুবেল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, রুবেল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে কালিয়াকৈর যাওয়ার পথে বাঁশতলী-কালিয়াকৈর সড়কে অটোরিক্সায় ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।
বিডি প্রতিদিন/আল আমীন