নোয়াখালী সুবর্ণচর উপজেলার খাসের হাটে সুবর্ণ ব্লাড ব্যাংকের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সংগঠনের সভাপতি ও প্রভাষক সফিকুল সাজু ও সাখাওয়াত উল্যাহ শিপলুর নেতৃত্বে ১ হাজার পিস কম্বল বিতরণ করা হয়।
এছাড়া গরিব শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর এই কার্যক্রম রয়েছে। এছাড়া গরিব দুস্থদের চিকিৎসা সেবা দিয়ে আসছে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন জাহেদুর রহমান, মিনহাজুল ইসলাম ও আজগর প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই