টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ শাহাদাৎ হোসেন মাহমুদ।
মঙ্গলবার বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) কর্ণার, বঙ্গবন্ধু গার্ডেন ও কিডস্ কর্ণার (শিশুদের জন্য) উদ্বোধন করা হয়।
এছাড়া ১০ জন প্রতিবন্ধী রোগীকে ৫টি হুইল চেয়ার, ২ টি কমেট চেয়ার, ২টি ক্রাস, ১টি স্পাইনাল চেয়ার প্রদান ও শিশু রোগীদের ওয়ার্ড ঘুরে দেখেন। শেষে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএ টেকনিক্যাল অফিসার রাহাতআরা নুর।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ শাহাদাৎ হোসেন মাহমুদ সারাদেশে ৪৯২টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এইচএসএস স্কুলে টেকনাফ হাসপাতাল প্রথম হওয়ায় এবং টেলিমেডিসিন সেবায় সারাদেশের মধ্যে প্রথম অবস্থানে থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল এবং সকল চিকিৎসক ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু কর্ণার ও ভেষজ বাগান একসাথে হওয়ায় টেকনাফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া মানসম্মত সেবা প্রদান অক্ষুন্ন রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল।
স্বাগত বক্তব্যে টিটু চন্দ্র শীল বলেন, জাতীয়ভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশ করা এইচএসএস ফলাফলে সারা বাংলাদেশে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ম হয়েছে। গত নভেম্বর মাসে সারাদেশে ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাংকিংয়ের মধ্যে ৭৯ নম্বরে থাকলেও ডিসেম্বর মাসে ১ম স্থান অর্জন করতে পেরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীগণকে ও টেকনাফ উপজেলার সকল জনসাধারণকে আন্তরিকভাবে ধন্যবাদ ও সাধুবাদ জানায়। সেই সফলতার ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, কক্সবাজার জেলার মধ্যে উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশী অপারেশন হয় টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে। এরসাথে টেলিমেডিসিন সেবাতেও প্রতি সপ্তাহে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ম স্থান অধিকার করেন। এই হাসপাতালের সেবার মান নিয়ে সবদিক দিয়ে রোগীরা সন্তুষ্ট।
স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ সাকিয়া হক।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এনামুল হক, মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. প্রণয় রুদ্র, এসিএফ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোতাহের হোসেন, শেড এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য কর্মকর্তা / কর্মচারীবৃন্দ এবং সহযোগী সংস্থা এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ