নগরীতে ট্রাক চাপায় ইমতিয়াজুল ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজুল ষোলশহর মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুরে রাহাত্তারপুল এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ইমতিয়াজুলকে চাপা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর