বগুড়ায় রবিবার জেলা প্রশাসক মো. জিয়াউল হক এর টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হলো। এরপর পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাসহ নিবন্ধনকৃত ব্যক্তিরা টিকা গ্রহণ করেন।
জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, আমি নিজে টিকা গ্রহণ করেছি, টিকা প্রদানের সকল ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। তিনি সবাইকে টিকা গ্রহণের আহবান জানান।
আনুষ্ঠানিকভাবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে সকাল ১১টায় টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, সিভিল সার্জন গাউসুল আজিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান, স্বাচিপ সভাপতি ডা: সামির হোসেন মিশু, মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা: নুরুজ্জামান সঞ্চয়, আরএমও ডা: শফিক আমিন কাজল, ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন, বীর মুক্তিযোদ্ধা ডা: আরশাদ সাঈদ, রুহুল আমিন বাবুল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা: এসএম মিল্লাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী জানান, বগুড়া সদরে ৪টিসহ বিভিন্ন উপজেলার ১৭ টি কেন্দ্রে প্রদান করা হচ্ছে। বগুড়ায় টিকা নিতে শনিবার পর্যন্ত ৬ হাজার ১৬১ জন নিবন্ধন করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা