দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রুল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। তার কূটনৈতিক সাফল্যে সবার আগে ভ্যাকসিন পেল বাংলাদেশ।
রবিবার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, করোনা দুর্যোগকালে হাতে হাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। করোনা ভ্যাকসিন সারা বিশ্বের উন্নত দেশগুলো যখন চোখে দেখেনি, তখন বাংলাদেশ ভ্যাকসিন বিতরণ শুরু করে দিয়েছে। আর যখন করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়, তখন বিএনপি বলেছে বাংলাদেশ ভ্যাকসিন পাবে না। যখন পেয়ে গেছে তখন বলতে শুরু করছে এই ভ্যাকসিন ভালো না। যখন ভ্যাকসিনে সুফল পাওয়া শুরু করেছে তখন বলে ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাছির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল।
আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই