বগুড়া র্যাব অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে জেলার শাজাহানপুর উপজেলার মাদলার ভান্ডারপাইকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হলেন রাব্বির হোসেন রিতু (২৮) শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের ভান্ডারপাইকা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১২, বগুড়া ক্যাম্প সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা ডাকঘর এর অন্তর্গত ভান্ডার পাইকা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ঈদগাহ মাঠ এর সামনে পাকা রাস্তার উপর রাব্বির হোসেন রিতুকে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল, ২টি সীমকার্ড এবং ৭০০/- (সাতশত) টাকা জব্দ করা হয়।
উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজার মুল্য প্রায় ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত রিতু দীর্ঘ দিন ধরে ওই এলাকায় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল বলেও জানা গেছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যাথানাশকের কাজ করে। কিন্তু এটি অপব্যবহার হওয়ায় সরকার ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার