নেত্রকোনা জেলার মদন উপজেলার সরকারি পরিপত্র মোতাবেক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যান্য কাগজপত্র সম্পন্ন না হওয়া পর্যন্ত ইটভাটা বন্ধ রাখতে আবেদন করেছে মালিক নিজে। গতকাল মঙ্গলবার মেসার্স সততা ব্রিকসের প্রোপাইটার আ ক ম আলতাবুর রহমান কাসেম ইটভাটা কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছেন।
লিখিত আবেদনে বলা হয়, তিনি মদন উপজেলাধীন দক্ষিণ পাড়ার ময়দানকুড়ি নামক স্থানে ২০১৯ সালে স্থানীয় লোকজনের কাছ থেকে কিছু জমি ক্রয় করেন। বাকি জমি ভাড়া নিয়ে ইটভাটা স্থাপনের কাজ শুরুও করেন। পরবর্তীতে হুমায়ুন কবির নামক এক ব্যাক্তিকে ম্যানেজার হিসেবে ইটভাটা দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে আবেদন করার পরও সরকারের পরিপত্র মোতাবেক অদ্যাবদি অনুমতিপত্র না পাওয়ায় ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। অপরদিকে 'চতুর' ম্যানেজার হুমায়ুন কবির কতিপয় স্থানীয় লোকজন ও ভাড়াটিয়া গুণ্ডাদের সাথে নিয়ে আমার ক্ষতিসাধন করার জন্য আমাকে না জানিয়ে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমার ইটভাটায় নির্বিঘ্নে ইট তৈরি ও ইট পোড়ানোর পাঁয়তারা করছে ।
বিডি প্রতিদিন/ফারজানা