কুমিল্লার বরুড়ায় মোটর দিয়ে পানি সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইলিয়াছ আহমদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ডাবুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়াছ আহমদ ডাবুরিয়া গ্রামের মিয়াজী বাড়ির আবদুস সাত্তারের ছেলে।
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, ইলিয়াছ আহমদ বাড়ি সংলগ্ন ডোবায় মোটর দিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরতে যায়। মোটরের বৈদ্যুতিক তার লিক হওয়ায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর