কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার দায়ে নিহতের বড় ভাইসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন জেলা জজ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন বিজ্ঞ জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নান। এ সময় মোট সাত আসামির মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামি শুরু থেকে পলাতক রয়েছেন।
জানা যায়, ২০১৪ সালের ১৫ জানুয়ারি উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে সুলতান মিয়ার বাড়িতে একদল মুখোশধারী গভীর রাতে ঢুকে সুলতান মণ্ডল, তার নাতনি রোমানা, আনিকা ও স্ত্রী হাজেরাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনায় পরদিন নিহত সুলতানের ছেলে হাফিজুর রহমান ভুরুঙ্গামারী থানায় মামলা করেন।
পরে একই এলাকায় চান্দ মিয়া নামে এক ব্যবসায়ী হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করলে তারা সুলতান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। নিহত সুলতানের ভাই মমতাজ ভাড়াটে খুনি দিয়ে এদের রাতে হত্যা করে বলে স্বীকার করলে এ রায় দেন আদালত।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন- অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষে সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুসহ পাঁচ আইনজীবী।
বিডি প্রতিদিন/আবু জাফর