বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামে বেলাল হোসেন (২৫) কে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হইলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় মো. মাঈন উদ্দিন বাবুল বাদী হয়ে আবুল কালামসহ ৮ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনো মূল আসামীদের গ্রেফতার করতে পারেনি। আহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার