ঠাকুরগাঁওয়ে আসিব নামে (১৯) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানান, বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ সালন্দর মুন্সীপাড়া গ্রামে বাঁশঝাড় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনার সাথে কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল