ফরিদপুরের ভাঙায় ট্রাকচাপায় লিটন মাতুব্বর (৩০) নামে একজন সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াহাটি-চন্দ্রপাড়া সড়কের বালিয়াহাটি বাজারের নিকট চরডুবাইল গ্রামে এ ঘটনা ঘটে।
লিটন মাতুব্বর ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দোপপাশা গ্রামের নুরুদ্দিন মাতুব্বরের ছেলে।
নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী জানান, প্রতিদিনের মতো লিটন সদরপুরের চন্দ্রপাড়া বাজার থেকে সবজি কিনে ভ্যানযোগে বালিয়াহাটি বাজারে আসছিলেন। পথে ট্রাকের ধাক্কায় তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এমআই