রাজবাড়ী সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ২১৮ জন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মো. সায়েফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল।
আরও বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাসান, পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য আর কে সরকার ও কলেজ ছাত্রী সূচিত্রা বিশ্বাসসহ প্রমুখ।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে অতিথিরা ১০৫ জন ছাত্রছাত্রীদের মাঝে ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং ১১৩ জন শিক্ষার্থীদের মাঝে ২ লাখ টাকার শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই