ফরিদপুর ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার গোলচত্বর এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক লুৎফর কাজীর (৩৫) মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের গোয়ালডাঙ্গী গ্রামের সোহরাব কাজীর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে, চালককে আটক করা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর