মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে উপজেলার ১৫০টি পরিবারকে সরকারি খাস জমিতে আধাপাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে। এতে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
বৃহস্পতিবার বিকালে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিবাস’ এর ২য় পর্যায়ের আধাপাকা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রান শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন