গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ইদ্দিস আলী রোডে দেড় শতাধিক স্কুল-কলেজ শিক্ষর্থীদের চাকরির প্রলোভনে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগীরা। এ ঘটনায় বরকতউল্লাহ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। আজ শুক্রবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত প্রতারকরা হল- কিশোরগঞ্জের হোসেনপুর বরমীচুরা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. আলতাফ হোসেন (৪২), নাটরের গুরুদাসপুর ধানুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন(২৭), একই এলাকার চকদীখালি গ্রামের আব্দুল বারেকের ছেলে বাবুল হোসেন(৩২), লক্ষীপুরের রামগঞ্জ বাদুর গ্রামের মৃত গোবিন্দ লাল মজুমদারের ছেলে মাণিক লাল মজুমদার (৬২), কুমল্লিা বরুড়া মুড়িয়া পাড়ার আলী মিয়ার ছেলে আতিক উল্লাহ (২৪)।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার বরকত উল্লাহ বলেন, গত তিন মাসে পূর্বে আমাকে চাকরি দেওয়ার কথা বলে ৪৫ হাজার টাকা নেয়। পরে ঢাকায় এনে আমাকে আরো দুইজনকে আনতে বলে। এদিকে বেতন কিংবা কি কাজ তার কোনো খবর নেই। পরে আমাদের সন্দেহ হয়।
এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার