চুরির অভিযোগে দিনাজপুর শহরে এক যুবককে মারধর করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। দৃশ্যটি নজরে পড়ে পথচারীদের এবং এ ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।
রবিবার সকালে দিনাজপুর শহরের সংগীত কলেজের গলিতে যুবককে বেঁধে রাখা অবস্থায় দেখা যায়।
স্থানীয়রা জানায়, এই এলাকায় কিছুদিন ধরে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। অনেক চেষ্টা করেও চুরি বন্ধ করা যাচ্ছে না। রবিবার ভোর রাতে এক গুদাম থেকে মালামাল চুরির সময় ওই যুবককে আটক করা হয় বলে জানায় স্থানীয় এলাকাবাসী। এরপর তাকে মারধর করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন মামলার প্রস্তুতি চলছে বলে জানান, তার বিরুদ্ধে চুরির অভিযোগ করেন দিনাজপুর শহরের গনেশতলা এলাকার এক বাড়ির মালিক।
বিডি প্রতিদিন/হিমেল