ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওজোপাডিকো ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে ওজোপাডিকো’র সকল দপ্তর ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনার্জি, সিস্টেম কন্ট্রোল এন্ড সার্ভিসেস এর প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ ও নির্বাহী পরিচালক মো. আবু হাসান। সঞ্চালনের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা।
প্রধান অতিথি বলেন, দেশে এখন বিদ্যুতের লোড শেডিং নেই। মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়ন, আরও আধুনিক সেবা প্রদানে লক্ষ্যে ‘অবিরাম বিদ্যুৎ’ শ্লোগানে ওজোপাডিকো কাজ করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন