বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ বিগত ১২ বছরে যেভাবে অগণতান্ত্রিক আচরণ, গণবিরোধী কার্যকলাপ, দুর্নীতি ও লুটপাট করেছে তাতে আওয়ালী লীগের মনোবল ভেঙে গেছে। যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তবে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি থাকবে না। এজন্যই তারা ভয় পেয়ে নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করছে এবং নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা চালু করেছে।
সোমবার দুপুরে শহরের সর্দারপাড়া এলাকায় জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন তার নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত সকল কাউন্সিলর প্রার্থী, বিএনপি নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন