নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্থানীয় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদ কর্মীরা অংশ নেন। এছাড়াও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়ও একটি কর্মসূচি পালিত হয়।
বক্তারা সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে কোম্পানিগঞ্জে চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মুজাক্কির।
পরে স্থানীয়রা প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এমআই