গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকায় মঙ্গলবার রাতে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন, উপজেলার কলাবাধা এলাকার করিম আলীর মেয়ে ফাতেমা আক্তার (১২)। সেই স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
কালিয়াকৈর থানার পুলিশ (এস আই) হাসান উদ দৌলা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।
বিডি প্রতিদিন/এ মজুমদার