কুমিল্লার মেঘনা উপজেলায় হত্যা মামলার আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীসহ অন্যান্যদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার ভাওরখোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার কয়েক গ্রামের নারী-পুরুষ অংশ নেয়। নিহত ওই বৃদ্ধার নাম নাজমা বেগম। তিনি উপজেলার ভাওরখোলা গ্রামের বাসিন্দা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান সফিকুল আলম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও লুটেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মকবুল হোসেনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি আব্বাসী তার ভাই ও অন্যান্য সহযোগীদের নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জেরে সাতজনকে কুপিয়ে আহত করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে নাজমা বেগম নামে এক বৃদ্ধা মারা যান। আহত আবদুস সালামসহ তিনজন ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় আব্বাসীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই