ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শাহ আলম নামের এক যুবককে বেধরক মারপিট করছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র সদস্যরা।
শাহ আলম উপজেলার মানিকখাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহ আলম ভারত বাংলাদেশ সীমান্তের ৩৬৭ পিলার এলাকায় নিজ জমিতে বোরো ধানের চারা রোপন করতে যায়।
অপরদিকে ভারতীয় ১৪৬ ব্যাটালিয়নভুক্ত কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ দুপুরে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে শাহ আলমকে আটক করে ভারতের অভ্যন্তরে তারকাঁটার কাছে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করতে থাকলে একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তাকে মৃত ভেবে বিএসএফ সদস্যরা চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বেতনা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে পতাকা বৈঠক করার জন্য বিএসএফ-কে চিঠি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম