কুমিল্লায় ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবকসি এলাকায় স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এতে এলাকার কয়েক’শ নারী-পুরুষ অংশগ্রহণ করে। তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে নিহত দেলোয়ারের বড় ভাই মো. শাহাদাত হোসেন নয়ন, স্ত্রী জিলহজ্ব আক্তার, শাশুড়ি নুরুন নাহার, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মোরশেদ আলম, আবুল কাশেম, আবুল হোসেন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, শহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা।
স্ত্রী জিলহজ্ব আক্তার বলেন, দেলোয়ারের খুনিদের হুমকিতে তিনি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এজন্য সন্ত্রাসীদের ভয়ে বাবার বাসায় বসবাস করছেন। নিহতের বড় ভাই মো.শাহাদাত হোসেন নয়ন বলেন, মামলার প্রধান আসামি রেজাউলসহ খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
জানা গেছে, ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর শামবকসি এলাকায় সন্ত্রাসীরা দেলোয়ারকে মাথায় গুলি করে হত্যা করে। দেলোয়ার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই মো.শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম ও আবুল কালামের ছেলে কাউছারসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়। আলোচিত এই মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই, কুমিল্লার সদস্যরা।
গত বছরের ২৪ সেপ্টেম্বর পিবিআইয়ের সদস্যরা এ মামলায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে। পরে আনোয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তারের পরিকল্পনায় দেলোয়ারকে খুন করে রেজাউলসহ অন্যরা।
গত ২৬ জানুয়ারি যুবলীগ কর্মী জিলানী হত্যা মামলার দুই নম্বর আসামি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাত্তারকে গ্রেফতার করেছিলো পিবিআই। ইতিমধ্যে তাকে দেলোয়ার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর