সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ২৩ দিন বয়সের শিশু চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে শিশুটির বাবা চয়ন ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। দিনে দুপুরে হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটি দুদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে, সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন এক বাস শ্রমিককে জিজ্ঞাসাবাদের আটক করায় বুধবার দুপুরে বাস শ্রমিকরা শহরের বাজার স্টেশনে বাস অবরোধ করে বিক্ষোভ করেছে। অন্যদিকে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রশ্ন তুলে অন্যান্য শিশুদের অভিভাবকরা চুরি আতঙ্কে ভুগছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ভিতরের ও বাইরের ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। ফুটেজে দেখা যায় দুজন বোরকা পরিহিত মহিলা হাসপাতাল থেকে একসঙ্গে বের হচ্ছে। এর মধ্যে একজনের কোলে শিশুটি ছিল। ওই দুজন মহিলার পিছনেই একজন পুরুষকে দেখা যায়। ফুটেজ পর্যালোচনা করে রাতে ফুটেজে দেখা ব্যক্তিকে আটক করা হয়। তার নাম বাবু মন্ডল। বাড়ি শহরের বনবাড়ীয়া গ্রামে। পেশায় শ্রমিক হওয়ায় বুধবার বাস শ্রমিকরা দুপুরে সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। পরে বিষয়টি সমাধান করা হয়েছে। বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দি গ্রামের চয়ন ও মঞ্জুয়ারা দম্পতি জ্বর ও ঠান্ডা জনিত কারণে শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্ক্যানু ওয়ার্ডে একজন বোরকা পড়া মহিলা তার কাছে এসে নানা কথা বলতে থাকেন। সখ্যতা গড়ে ওঠায় দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা বাচ্চাকে ওই মহিলার কাছে রেখে ভাত খেতে পাশের রুমে যায়। দশ মিনিট পর গিয়ে দেখা যায় ওই মহিলা বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আল আমীন