২৪ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৩৬

রাত পোহালেই টেকনাফে ছাত্রলীগের সম্মেলন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

রাত পোহালেই টেকনাফে ছাত্রলীগের সম্মেলন

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজারের টেকনাফ উপজেলা শাখার সম্মেলন ও কাউন্সিল  অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সম্মেলন শতভাগ সফল করতে সব ধরণের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানা গেছে।

সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রাত-দিন তৃণমূলের কাউন্সিলরদের কাছে ধর্না দিচ্ছেন। 

কর্মীদের দাবি, গঠনতন্ত্র মতে ২৯ বছর বয়স সময়সীমা রেখে গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত করতে চান তারা। এজন্য কাউন্সিল অধিবেশনে প্রত্যক্ষের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানানো হয়েছে।

এদিকে, ইতিমধ্যে সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেকে মাঠে কাজ করে যাচ্ছে। তবে তৃণমূল নেতা-কর্মীরা নিজের নেতা নিজেরাই নির্বাচিত করতে চান। এজন্য গঠনতন্ত্র মতে সকল প্রার্থীর বয়স সময়সীমা ২৯ বছরের মধ্যে রাখার জন্য জেলা সভাপতি-সাধারণ সম্পাদকর দৃষ্টি আকর্ষণ করেছেন । এই কাউন্সিল অধিবেশন সরাসারি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চান সকলেই। 

তৃণমূল কর্মীদের অভিযোগ, জীবনে কোনদিন ছাত্রলীগ করেননি এবং কোন কমিটির সদস্যও ছিলনা এরকম অনেকে প্রভাবশালীদের সাথে নিয়ে মাঠে নেমেছে। এদের বয়কট করার পাশাপাশি মাদক কারবারি মুক্ত উপজেলা ছাত্রলীগ গঠণের জোর দাবি জানান তৃণমূল কর্মীরা।

জানা গেছে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সিদ্ধান্তের আলোকে ২৫ ফেব্রুয়ারী এ-সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এটি হবে মূলত কক্সবাজার জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির প্রথম কোন সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ।

তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফ পৌর শহরের পুরাতন বাসষ্টেশনের সী-কোরাল রির্সোট প্রাঙ্গনে এ সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ আদনানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দরা। এ সম্মেলনে সবচেয়ে বড় ছাত্র সমাবেশ ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর