বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি ওজনের ২টি গাঁজার গাছসহ এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে। বুধবার মধ্যরাতে সোনাতলা থানাধীন তেকানী চুকাইনগর ইউনিয়নের চুকাইনগর গ্রাম থেকে গাঁজা চাষি বাদল মন্ডল ওরফে বাল্ললকে (৪৫) গ্রেফতার করে।
বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, থানা পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে গাঁজা চাষি বাদলকে গ্রেফতার করে। সে নিজ বাড়ির আঙ্গিনাতে গাঁজার গাছ রোপণ করেছিল। গাছটি রোপন করে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে। জব্দ করা দুটি গাছের ওজন ১০ কেজি। বাদল একজন মাদক ব্যবসায়ী। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন