২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩৭

জামালপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

“নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে দিসবটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। 

এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক পরীক্ষিত চন্দ্র দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়নে সঠিক তথ্য সম্বলিত পরিসংখ্যান অপরিহার্য। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর