দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় ও ছাত্রছাত্রীসহ প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকার আনাগোনা না থাকায় বিদ্যালয় আঙিনাসহ ভেতরে বিরাজ করছে দুর্গন্ধময় পরিবেশ। ময়মনসিংহের কোনো কোনো স্কুল মাঠ গরু-বাছুরের চারণভূমিতে পরিণত হয়েছে। এসব দেখভাল করার যেন কেউ নেই।
সরেজমিন দেখা যায়, ফুলপুর সদর ইউনিয়নের আলোকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরু-বাছুর ঢুকে ঘাস খাচ্ছে। স্কুলঘরের ভেতরে অন্ধকার। মাকড়সার জালে ছেয়ে গেছে পুরো ঘর।
এছাড়া ফুলপুর পৌরসভার গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, পৌরসভার ময়লার ড্রেন উপচে প্রস্রাব-পায়খানা ও টয়লেটের পঁচা পানিতে সয়লাব হয়ে গেছে স্কুল মাঠ। সেখানে এক দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, পৌরসভাকে বারবার জানানোর পরও তারা গুরুত্ব দিচ্ছে না। ময়লার ড্রেন পরিষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় পরিবেশটা একটু নোংরা হয়ে গেছে। খুব দ্রুত এগুলো পরিষ্কার করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন বলেন, সরকার ৩০ মার্চ স্কুল খুলে দেওয়ার চিন্তা-ভাবনা করছে। সেই লক্ষ্যে আমরা বিদ্যালয়গুলোতে পাঠদান উপযোগী পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দিয়েছি।
খবর নিয়ে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মোট ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি উচ্চ বিদ্যালয় ও ২১টি আলিয়া মাদ্রাসা রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানেই এ ধরনের নোংরা পরিবেশ বিরাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই