কুড়িগ্রামের চিলমারীতে ফসলি জমি থেকে মাটি কেটে ইট তৈরির দায়ে ৪টি ইট ভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিলমারী উপজেলার ওইসব ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ লাখ টাকা জরিমানা করেন।
জরিমানাকৃত মালিকগণ হলেন শাহাজাহান আলীর এস এন বি ভাটায় ৫ লাখ টাকা, মাহফুজার রহমান মঞ্জুর এস টি ভাটায় ৫ লাখ টাকা, ওয়ারেস আলীর ডব্লিউ এস বি ভাটায় ৪ লাখ টাকা ও লিটন মিয়ার এইচ বি ভাটায় ২ লাখ টাকা, মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন