৪ মার্চ, ২০২১ ২১:৫৪

ফুলপুরে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা ও গুজব প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুরে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা ও গুজব প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

ময়মনসিংহের ফুলপুরে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা ও গুজব প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। 

এসময় আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, নবনির্বাচিত মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, হেল্ডস-এর সাধারণ সম্পাদক তাসফিক হক নাফিও প্রমুখ। 

কোভিড-১৯ বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে ১০ জনকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়। পর্যায়ক্রমে দুই শতাধিক স্বেচ্ছাসেবককে এ সম্মাননা সনদ প্রদান করা হবে। 

এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর