৭ মার্চ, ২০২১ ১৫:৩৬

কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে স্বাধীনতার বিজয়স্তম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্র্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এরপর কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের উপর আলোচনা সভা, সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, প্রেস ক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার সকাল আটটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী জেলার ৯ উপজেলায়ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর