বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের বুজুর্গধামা রহমানিয়া ফাজিল মাদ্রাসায় গাক চক্ষু হাসপাতাল কর্তৃক ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্ধোধন করেন বগুড়া জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন রনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ, বুজুর্গধামা রহমানিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষসহ সকল শিক্ষকবৃন্দ, স্থানীয় সুশিল ব্যক্তিবর্গ এবং গাক চক্ষু হাসপাতালের ম্যানেজার সৈয়দ আবু ইউছুফসহ সুদক্ষ মেডিকেল টিম।
গাক চক্ষু হাসপাতালের মেডিকেল টিম মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৪৮ জন চক্ষু রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করেন। উক্ত চক্ষু ক্যাম্পের মাধ্যমে ২১ জন রোগীকে স্বল্পমূল্য চক্ষু অপারেশন করা হয়। উক্ত চক্ষু ক্যাম্পের মাধ্যমে সমাজের সর্বস্তরের জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং গাক চক্ষু হাসপাতালের উত্তরোত্তর বৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত