সাভারের আশুলিয়ার অপহরণের ১২ দিন পরও উদ্ধার হয়নি মিনা (১৭) নামে এক মাদ্রসা শিক্ষার্থী। গত রবিবার সকাল সাড়ে ১০টার আশুলিয়ার- সিএন্ডবি সড়কের চারাবাগ ফাতেমাতুজ্জোহুরা মহিলা মাদ্রাসার সামনের থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মিনা আশুলিয়ার কুমকুমারী এলাকার আদম আলী মৃধার মেয়ে। তিনি স্থানীয় চারাবাগ ফাতেমাতুজ্জোহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
আটক যুবকের নাম ছানি সরকার (২১)। তিনি আশুলিয়ার উত্তর গৌরিপুর মজিদের ছেলে। এ ঘটনায় জড়িত অপর যুবক সাজ্জাদ হোসেনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পলাতক রয়েছেন কয়েকজন।
ছানি সরকার ও সাজ্জাদ হোসেন ওই এলাকায় স্থানীয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
মিনার ভাই বাবুল মৃধা বাদী হয়ে আশুলিয়া থানায় ছানি ও সাজ্জাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তদন্ত করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ছানি সরকারকে আটক করে তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চলছে। এখনো নিখোঁজ রয়েছেন মিনা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        