ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শুক্রবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ১৭টি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট ৯৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শালিখা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মতিয়ার রহমান জানান, সকাল ৯টা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হবে। নির্বচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলা পরিষদ ও পুলিশ বিভাগ সার্বিকভাবে সহযোগিতা করছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাজার এলাকায় শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থী ও তার কর্মীরা নানাভাবে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে মাস্ক বিতরণ করার পাশাপাশি স্ব-স্ব প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন।
বিডি প্রতিদিন/আল আমীন