নরসিংদীর রায়পুরায় আর.এম উচ্চ বিদ্যালয়ের ৫২ তম বর্ষপূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান পালন করা হয়েছে।
শনিবার সকালে রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামে আর. এম উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এই পুনর্মিলন উদযাপন করা হয়।
আর এম উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী কমিটির সভাপতি একলাসুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া। পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৯৭২ সাল থেকে ২০২১ সালের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন