পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ রোধসহ দুই তীরের ইটের ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টায় পৌর শহরের হেলিপোর্ট মাঠের নদী তীরবর্তী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচীতে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ূন কবির, সিনিয়র সিটিজেন ও সমাজ উন্নয়ন সংগঠক প্রবীণ সাংবাদিক শামসুল আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর কলাপাড়া অঞ্চল শাখার সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, নারী নেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন