খুলনা ডুমুরিয়া চুকনগরে পানিতে ডুবে সন্তীপ বিশ্বাস (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ভদ্রা নদীর পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে। সন্তীপ চুকনগর এলাকার বাসুদেব বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, সন্তীপ সকালে তার বাবা বাসুদেবের সাথে জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। বাসুদেব নদীর ওপর পাশে জাল ফেললে সন্তীপ সাঁতরে মাছ আনতে যায়। এসময় সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে স্থানীয়রা লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার